সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
খবর
মতলব দক্ষিণে সরকারি গাছ কর্তন ও বিক্রির অভিযোগ
2024-04-08 00:05:02
মোঃ জাবেদ হোসেন

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার ৮ নং ওয়ার্ডে মোবারকদি গ্রামে রাস্তার দুই পাশে সরকারী গাছ কর্তন ও ২৪ হাজার টাকা বিক্রি অভিযোগ এর খবর পাওয়া গেছে ।

সরোজমিনে গিয়ে জানা যায়,গত ২৩শে মার্চ  শনিবার সকাল ১০ টায়  মোবারকদি গ্রামের রাস্তার দুই পাশে সরকারী বিভিন্ন জাতের মাঝারি ও বড় ধরনের গাছ কর্তন করে। কর্তনের পূর্ব মুহূর্তে সরকারি গাছ গুলো মোবারকদি গ্রামের  নয়ন ওরফে পাষু মজুমদার, মৃত সংকর মজুদার ২৪ হাজার টাকা বিক্রি করে স মিল মালিক উত্তর দিগলদি গ্রামের কামাল গাজী পিতা মৃত রাজ্জাক গাজী কাছে। সেই  সুত্র ধরে শনিবার সকাল গাছ কর্তন করে নেওয়া শুরু করলে স্থানীয় লোকজন মালিক কে গাছ না কাটার জন্য নিষেধ করেন। স্থানীয়দের কথা না শুনেই গাছ কর্তন করতে থাকেন। এরপর মতলব দক্ষিণ উপজেলা  প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিক মতলব দক্ষিণ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসার পূর্ব মুহূর্তে গাছ কর্তন বন্ধ করেন পালিয়ে যায়।  

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিরা জানান নয়ন ওরফে পাষু মজুমদার, রাস্তার দুইপাশে সরকারি অনেক গাছ কেটে ২৪ হাজার টাকা বিক্রি করে।

এ বিষয়ে স' মিল মালিক  কামাল গাজী বলেন, রাস্তার দুই পাশে সরকারী বিভিন্ন জাতের মাঝারি ও বড় ধরনের গাছ  নয়ন ওরফে পাষু মজুমদার, আমার কাছে ২৪ হাজার টাকা বিক্রি করে এই জন্য আমি গাছ গুলো কাটা শুরু করেছি আর  এ বিষয়ে বুলবুল কমিশনার সব জানেন।

এ বিষয়ে নয়ন ওরফে পাষু মজুমদার আলাপ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মতলব দক্ষিণ পৌরসভার ৮ নং ওয়ার্ড বুলবুল কমিশনার বলেন, গাছ বিক্রির সম্পর্কে আমি কিছুই জানিনা, স মিল মালিক কামাল গাজী যা বলেছেন তা মিথ্যা।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, সংবাদ পাওয়া পর ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক গাছ কাটা বন্ধ করা হয়।