শুক্রবার, ৩ মে ২০২৪
খবর
আরপিএসইউ-তে সিএসই ফেস্ট আগামীকাল, প্রধান অতিথি ড. মোঃ কায়কোবাদ
2024-04-19 02:04:00
স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জে আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই দিনব্যাপী সিএসই ফেস্টের উদ্বোধন আগামীকাল শনিবার সকাল ১০টায়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

সিএসই ফেস্টে থাকছে ইন্টার ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, গেমিং কনটেস্ট, সেমিনার, এওয়ার্ড সেশন ও কালচারাল প্রোগ্রাম।

সিএসই ফেস্টের আহবায়ক মোঃ আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সফট স্কিলসহ যেকোন কমুনিকেশন স্কিলের প্রতিফলন ঘটবে এবারের আয়োজনে। প্রধান অতিথি সম্পর্কে তিনি বলেন, ড. মোঃ কায়কোবাদ স্যার একজন বাংলাদেশী কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশে গণিত অলিম্পিয়াড শুরু করার পেছনে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্যে সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আইসিপিসিতে বুয়েটের অংশ নেয়ার ব্যাপারেও তার অবদান রেখেছেন। তার লেখা কলামে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের খবর এবং দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত দিকনির্দেশনা পাওয়া যায়। ১৯৯৮ সালের অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মূল আয়োজক হিসেবে কাজ করেছেন।

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ফেস্টের মাধ্যমে প্রধান অতিথির নিকট থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শও পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।