রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ব্লগ
বঁইচি খেলে সুস্থ শরীর মেলে
2018-09-03 18:47:00
বঁইচি খেলে সুস্থ শরীর মেলে
হাজীগঞ্জ প্রতিনিধি :

একই ছাদের নিচে সকল সেবা নিশ্চিত করণের লক্ষে এপিক হেলথ কেয়ার নিয়ে আসল হিয়ারিং টেস্ট সুবিধা। এতে করে এখন থেকে রোগীরা হিয়ারিং এর আধুনিক সুবিধা উপভোগ করতে পারবেন এপিক এ। "বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিজ শহরে" স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা এপিক প্রথম দিন থেকেই চট্টগ্রামবাসীকে গুনগত মানের বিবেচনায় অতুলনীয় সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই সংযোজন স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞবৃন্দ।