রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত
2023-09-17 19:25:00
স্টাফ রিপোর্টারঃ

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত ৷
 
বুধবার  (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা  ও পুরুস্কার বিতরণ অনুৃষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল  ৷
প্রধান অতিথি বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সেবামূলক প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
 তিনি আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডের সাথে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। সুন্দর ও পরিচ্ছন্ন এলাকা গড়ে তুলতে হলে স্হানীয় সরকার প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে।এই দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলের বিগত ১৫ বছরের সমগ্র দেশের উন্নয়নের চিত্র সভায় স্মরণ করিয়ে দেন।
 উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের পরিচানায় অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী,মতলব উত্তর থানার অফিসার ইন্চার্জ ওসি মো. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য মো.আলাউদ্দিন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র দাস, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মোঃ মানিক মিয়াসহ আরো অনেকে ৷
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিবগণ ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷