রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
বাবা মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী আলম আনসারী
2023-09-19 00:05:02
মমিনুল ইসলাম

শখের বশে মানুষ কতো কিছুই না করে। খরচ করে লাখ লাখ টাকা। মানুষ ভেদে সৌখিনতাও হয় ভিন্ন ভিন্ন। আবার সাধ ও সাধ্যের মধ্যে শখের ধরনও হয় আলাদা আলাদা। 

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে তেমনি এক শৌখিন মানুষ বাবা মার ইচ্ছা পূরণের জন্য হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মমিনপুর মুকুন্দসার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. রহিম বকাউলের ছেলে  সৌদি আরব তাবুক প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম আনসারী। যিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী। তার বাড়ি আসাটি সিনেমার গল্পের মতোই। হাজার হাজার উৎসুক মানুষ ভিড় জমায় হেলিকপ্টার ও তাকে দেখার জন্য।
সরেজমিনে দেখা যায়, ঐ গ্রামের চারপাশে ফসলি মাঠ। সবুজ সমারোহের মাঝখানে তৈরী হেলিপ্যাড। বর্নিল সাজে সজ্জিত পুরো এলাকা। দল বেঁধে ফসলি জমির আইল দিয়ে, সড়ক দিয়ে নারী পুরুষ আসছেন হেলিপ্যাডের পাশে। এমন দৃশ্য হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মমিনপুর মুকুন্দসার গ্রামে।
মুকুন্দসার গ্রামের সৌদি প্রবাসী মো. আলম আনসারী আসবেন হেলিকপ্টারে চরে তার বাড়ি। সাজ সাজ রব চারদিকে। মমিনপুর মুকুন্দসার আকাশে ভেসে বেড়ায় হেলিকপ্টারের শব্দ। উৎসুক নারী পুরুষ ও শিশুরা তাকিয়ে আকাশের দিকে। সে হেলিকপ্টার থেকে নেমে আসলেন তার বাবা, মেয়ে মাহিরা বিনতে আলম এবং ছোট ছেলে মো. মিরাজ এবং মো. আলম আনসারী। হৈ চৈ পড়ে গেল পুরো এলাকায়।
স্থানীয়রা জানালেন, বাবা মার ইচ্ছে পুরনের জন্য  তিনি তা করেন, পাশাপাশি এলাকায় মসজিদ মাদ্রাসাসহ অসহায় মানুষদেরও সহায়তা করেন। 
প্রবাসী মো. আলম আনসারীর বাবা বীর মুক্তিযোদ্ধা আ. রহিম বকাউল এবং মা তফুরা বেগম জানান, আমাদের খুব ইচ্ছে ছিল আমার ছেলে আলম আনসারী বিদেশ থেকে দেশে ফিরে হেলিকপ্টারে করে বাড়িতে আসবে। আজ আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের ছেলে যেন মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকতে পারে। 
 
সৌদি আরব তাবুক প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম আনসারী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী। আমার বাবা এবং মায়ের স্বপ্ন পূরণের জন্য এবং গ্রামের মানুষ ও আমার শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ-উচ্ছাস ছড়িয়ে দিতে আমি ব্যতিক্রমী ভাবে বাড়ি ফিরি। নিজের শখ পূরণের পাশাপাশি আমি আমার সাধ্য মোতাবেক ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার মানুষের পাশে থাকি। সার্বিক সহযোগিতা করি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবো। 
এদিকে, বিষয়টিকে ইতিবাচক দেখছেন স্থানীয় রাজারগাঁও ইউনিয়নের সাধারণ জনগন। তারা বলেন, একেকজনের শখ একেকরকম। আলম আনসারী বাড়ি ফেরার দৃশ্য দেখতে বিভিন্ন এলাকার মানুষ জড়ো হয়। পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য মো. আলম আনসারী সৌদি আরব তাবুক প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ উপজেলার মমিনপুর মুকুন্দসার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. রহিম বকাউলের ছেলে, তার ৫ ভাইয়ের মধ্যে তিনি ৩য়। তার স্ত্রী কামরুন্নাহার বেগম এবং  ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।