চাঁদপুর মলতব উত্তরে বাগান বাড়ী ইউনিয়নে গালিম খাঁ তালতলী বরপিট মৎস্য খামার সমবায় সমিতি লিমিটেড এর বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুর S O নিশি বনিক কুমার ।
গত ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় তালতলী গালিমখাঁ বরপিট মৎস্য খামার , সমবায় সমিতি , মেঘনা ধনাগোদা মূল বেরিবাঁধের । উত্তর ও পূর্ব দিকের নিজস্ব সীমানা সহ পানি উন্নয়ন বোর্ডের সীমানায় ২০০৯/ ও২০১০ ইংসনে পানি উন্নয়ন বোর্ডের আদেশক্রমে। মৎস্য চাষের সিদ্ধান্তে সমবায় সমিতির সদস্যদের অর্থায়নে দৈর্ঘ্য কমবেশ ১০০০ ফুট উত্তর সাইডেপ্রস্থ ৪০ ফুট পূর্ব সাইডে প্রস্থ ১৫ ফুট বাঁধ নির্মাণ করেন, এই বাঁধের মধ্যে পাননি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের আম, জাম,কাঠাল, লিচু সহ ভিবিন্ন জাতের গাছ রোপন করার সিদ্ধান্তকে আমাদের সমিতির পক্ষ থেকে সাধুবাদ জানাই
এ সময় উপস্থিত ছিলেন ,তালতলী গালিমখাঁ বরপিট মৎস্য খামার সম্মানিত সদস্য, লোকমান হোসেন ভূঁইয়া, আসলাম ভূঁইয়া লিয়াকত ভুইয়া নুরুল ইসলাম (নুরু মৃধা) গিয়াসউদ্দিন ভুঁইয়া,হারুন ভুইয়া জিকে ফয়সাল ভুঁইয়া শাহাদাত ভূঁইয়া হযরত আলী মৃধা আলী রাজা মৃধা সহ সমবায় সমিতির সদস্যরা। এতে তালতলী গালিমখাঁ বরপিট মৎস্য খামার এর পক্ষ থেকে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মে কর্তাদেরকে
অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানান।