শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
খবর
সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর সুজাতপুর বাজারে মেট্রো অফিসের শুভ উদ্বোধন
2023-06-09 00:05:03
বিশেষ প্রতিনিধি

গোলাম নবী খোকনঃ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত জীবন বীমা কোম্পানী, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে মতলব উত্তর মেট্রো শাখার উদ্বোধন অনুষ্ঠান ২০ মে ২০২৩ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  

সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইউনিট ম্যানেজার মোঃ সজিব হোসেনের সভাপতিত্বে, ইউনিট ম্যানেজার মোঃ মনির হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর সিইও মীর রাসেদ বীন আমান।

তিনি বলেন - সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর বীমায় যারা অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের জীবন হবে সুখী সমৃদ্ধ। তাদের ক্যারিয়ার গঠনে কাজ করবে সোনালী লাইফ ইন্সুইরেন্স। ঘরে বসেই এর সুবিধা নিবে গ্রাহকবৃন্দ এবং ঘরে বসেই সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর সকল তথ্য উপাথ্য ও সেবা নিতে পারছে সকল গ্রাহক।

এছাড়াও বক্তব্য রাখেন এ্যাসিসটেন্ট এজেন্সি ডিরেক্টর রফিকুল ইসলাম, এ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আজিম, ব্রাঞ্চ ম্যানেজার ওবায়দুর রহমান মন্ডল, ইউনিট ম্যানেজার রাজিয়া বেগম, ইউনিট ম্যানেজার শরীফ মজুমদার প্রমূখ। 

পবিত্র কুরআন তেলাওয়াত করেন সিনিয়র এফও কাজী মাহবুবুর রহমান। এ ছাড়াও উপস্থিত উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর এফএ ইব্রাহিম খলিল, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর এফএ নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক ও 'বাংলা নিউজ ২৪ ডট টিভি' এর সত্ত্বাধিকারী মোঃ আলআমিন পারভেজ, এফএ মোঃ মাহবুব হাসান শরীফ সহ আর অন্যান্য সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকবৃন্দ।