স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ব্যাংকার ও আজকের চাঁদপুর অনলাইন পোর্টাল এর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাইদুল ইসলাম রাসেলের বাবা মোঃ নুরুল ইসলাম গাজী (৭০) গত ২০ জানুয়ারী রোজ শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী, নাতি নাতনি সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ ২১ জানুয়ারী রোজ শনিবার জোহর বাদ ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন গাজী জাহাঙ্গীর আলম, ফতেপুর খান বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন, জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা মমিনুল হক। জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ততপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।জানাজা শেষে মরহুমকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।