পৌষের শীত
কাউছার আক্তার পান্না
পৌষের হিমশীতল সুদীর্ঘ রজনী
কুহেলিকা আঁধার ভেদ করে আসবে
প্রভাত রাঙানো রবি।
কর্মমুখর মানুষগুলো ছুটছে দিগ্বিদিক,
কেউ স্যুট-কোট টাই, কেউ স্বল্প বসনে নির্ভীক।
জেলে, নাপিত খেটে খাওয়া জন
আমাদের ফুটফরমাশে ব্যস্ত আছে জনগণ।
কেউ শীতের ওমে বিভোর পশমি পোশাকে,
কেউ ফেরি পারাপারে ব্যস্ত পদ্মার পাড়ে।
তখনও হয়তো নিজেকে রেখেছি আমরা
লেপ কম্বলে মুড়িয়ে।
উষ্ণতা ছড়িয়েছে মাঠ, পথঘাট
স্বল্প বসনাদের সাথে ফুল-পাখি নিচ্ছে সূর্যের পাঠ।
সোনালি রোদ পুবাকাশে করছে জ্বলজ্বল
ভোরের হাওয়া রোগের দাওয়া আহা ! কী নির্মল।
আলোকধারায় ঝরছে রাতের শিশির
এই গল্পকাব্য শুধুই নিশির।
অপরূপ সৌন্দর্যে রাঙা ভোর -- রঙিন ধাঁধা
স্নান সেরে রাধা ঘন কুন্তলে গুঁজেছে হলুদ গাঁদা।