শর্ত প্রসঙ্গে সালমা বলেন, সুজন ভাই ও মুরাদ ভাই দুজনের সাথেই আমার প্রথম কাজ। চমৎকার কথা সুরের সমন্বয়ে গানটি আমার ভীষণ মনে ধরেছে। মুরাদ নূর ভাই গানটি শোনালে আত্মিক কারনেই গুরুত্বসহ গানটি করা। শীঘ্রই মিউজিক ভিডিও আকারে শর্ত প্রকাশ পাবে।
মুরাদ নূর বলেন, সালমা আমাদের লোকজ ঐতিহ্য সঠিক ভাবে বিশ্বে উপস্থাপন করছে। আমি তার শিল্পীসত্তার ভক্ত। আমার আশানুরূপ আস্থায় সালমা কণ্ঠে পূর্ণতা দিয়েছে। আমার অন্যান্য সৃষ্টির মতো শর্ত গানটিও যত্ন নিয়ে করছি। আশা করছি অনেকেরই ভালো লাগবে।
এনামুল কবির সুজন বলেন, আমার কথায় সালমার এটাই প্রথম কাজ। মুরাদ নূরের সাথেও এটা প্রথম প্রকাশিত কাজ। সে অসাধারণ সুর করেছে। সালমাও তার স্বভাবসুলভ গায়কী দিয়ে গানটি সম্পন্ন করেছে। আশা নয় বিশ্বাস করি 'শর্ত' সবার ভালো লাগবে।
রুপকথা মিউজিকের ব্যানারে 'শর্ত' গানটি মিউজিক ভিডিও আকারে ডিজিটাল সকল প্লাটফর্মে প্রকাশিত হবে।