রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
গন সংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে স্বাস্থ্য মন্ত্রীর শোক
2021-07-24 23:38:18

গোলাম নবী খোকনঃ

একুশে পদক প্রাপ্ত দেশের প্রখ্যাত গন সংগীত শিল্পী ফকির আলমগীর ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন। ইন্না,,,রাজেউন।  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্পনা   মন্ত্রী জাহিদ মালেক এমপি। এক শোক বার্তায় স্বাস্থ্য মন্ত্রী জানান, দেশের প্রায় সকল ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ফকির আলমগীর তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীও গন শিল্পী গোষ্ঠীর সদস্য হিসাবে ষাটের দশকে বিভিন্ন সংগ্রাম, গনঅভ্যুত্থান, মুক্তি যুদ্ধ ও সামরিক শাসন বিরোধী গন আন্দোলনে তার গানের মাধ্যমে লড়াই চালিয়ে ছিলেন। কিংবদন্তি তুল্য  এই গুনি শিল্পীর মৃত্যু দেশের সংগীতের জন্য এক অপূরনীয় ক্ষতি। সংগীত জগতে তার অবদান বাংলাদেশের মানুষ চির দিন মনে রাখবেন। স্বাস্থ্য মন্ত্রী, ফকির আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

স্বা/- পি,আর,ও, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়।