কচুয়া প্রতিনিধিঃ
১৩মে বৃহস্পতিবার সকালে, কচুয়া উপজেলার বারৈয়ারা গ্রামের সরকার বাড়ীর স্হায়ী বাসিন্দা মোঃতাজুল ইসলাম সরকার,দাউদকান্দি উপজেলার ড.খন্দকার মোঃমোশাররফ স্যারের,নিজস্ব বাসভবনের বাড়ীতে আম গাছে উঠে পাঁকা আম পাড়তে যায়,তখন বিদ্যুোৎ স্পৃষ্ঠে গুরুতর আহত হন তাজুল ইসলাম সরকার।
এ সংবাদ পাওয়ার,ওনার ব্যক্তিগত মুঠোফোনের মাধ্যমে কথা বলে জানাযায়,তিনি ঘরের চালে উঠে আম গাছ থেকে আম পাড়তে গেলে,তিনি বিদ্যুোৎ স্পৃষ্ট হন।
জানাযায় তার ডানপাশের হার এবং হাতের কবজি ভেঙ্গে গেছে,বর্তমানে তিনি গৌরিপুর হাশেম হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন।
এ দিকে তার পরিবারবর্গ এলাকায়বাসীর নিকট দ্রুত সুস্হতা কামনা জন্য দোয়া চেয়েছেন।