রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়-এম এ করিম
2021-05-01 20:59:44
মোঃ হারুনুর রশিদ

গত ২৭ এপ্রিল মঙ্গলবার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, মহান নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত দোয়েল চত্বর সংলগ্ন শেরেবাংলার মাজারে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। খবর বাপসনিউজ।এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় গণতান্ত্রিক লীগ ও বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভূমিকা,আওয়ামী লীগ নেতা এম এ করিম, জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল, জাসদ নেতা হ ন্যাপ ভাসানী সভাপতি এমএ ভাসানী,জাসদ নেতা হুমায়ুন কবির, আওয়ামী লীগের মোস্তাফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের  সভাপতি মুসফিকুর রহমান মিন্টু ।