রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
মাস্ক পরার বিষয়ে যা বললেন প্রেসিডেন্ট জো-বাইডেন
2021-04-28 13:01:17
মোঃ হারুনুর রশিদ

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার দুই ডোজ টিকা যারা গ্রহণ করেছেন তাদের মাস্ক পরার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে বাইডেন এই কথা বলেন। দ্যা গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশ। ৩৩ কোটি মানুষের দেশটিতে ইতোমধ্যে বিশ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের টিকা নিতে এখন পূর্ব নির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না। এর মাঝে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, দুই ডোজ টিকা যারা নিয়েছেন তাদের বাড়ির ভেতর-বাইরে মাস্ক পরার প্রয়োজন নেই।

বাইডেন বলেন, আপনি যদি টিকা নিয়ে থাকেন তবে বাড়ির বাইরে আরও সুরক্ষিতভাবে অনেক কিছু করতে পারবেন। তবে বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।

বাইডেন তাঁর ভাষণে জানান, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভীড়ের মধ্যে থাকেন তবে একটি মাস্ক পরার প্রয়োজন আছে।