রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
যুবতীর লাশঃ সৈয়দ খিজির হায়াত
2021-03-16 12:12:26
বিশেষ প্রতিনিধি

যুবতীর লাশ

              সৈয়দ খিজির হায়াত।

 

কতকগুলো রক্তাক্ত হাত

আমার চিন্তাকে আলোড়িত করে

কতক গুলো ধর্ষিতা লাশ

হৃদয়কে মুচড়ে

কুঁকডো. করে দেয়

কতকগুলো পংগু মূক্তি সেনানী

স্বাধীনতার দিশারী হয়ে

বেঁচে থাকার চেতনা জোগায় ।

এ মাসটি আসতে না আসতেই

হৃদয় যেন এক আচমকা

বেদনায় ভরে যায়

পাঁচ গাঁ তিলকর

আর নাম না জানা অনেক স্থান

মননে বিষাক্ত বীণা বাজাতে থাকে

মনে পড়ে নিদারুন নির্যাতনের ইতিহাস

স্মৃতিপটে ভেসে ওঠে

আয়নার মত

মনুনদীতে ভেসে আসা

ধর্ষিতা যুবতীর লাশ.