রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
ভালোবাসা দিবসে এসবি সাব্বিরের "ভালোবাসার মান" শিরোনামে গান প্রকাশ
2021-02-20 00:01:55
বিশেষ প্রতিনিধি

এই ভালোবাসা দিবসে "ভালোবাসার মান" শিরোনামে একটি রোমান্টিক গান নিজ ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সংগীতশিল্পী এসবি সাব্বির। গানটিতে সুর এবং কণ্ঠ দিয়েছেন এসবি সাব্বির, লিখেছেন তানজিদ ইউসুফ তাসিন এবং সংগীত পরিচালনা করেছেন বিবেক মজুমদার। 

 
গানটি নিয়ে জানতে চাইলে সংগীতশিল্পী এসবি সাব্বির বলেন, গানটি আমার খুব পছন্দের৷ আমি আশা করছি গানটি সবার ভালো লাগবে। গানের কথা এবং সুর হয়তো শ্রোতাদের হৃদয় কাড়বে। এই আশাই ব্যক্ত করছি।
 
এসবি সাব্বির এর আগে ২০১৬ সালে জি-সিরিজের ব্যানারে "মেয়ে ছিলে তুমি" শিরোনামে একটি গান করেছিলেন। গানটির মিউজিক ভিডিও তিনি নিজ চ্যানেলেই মুক্তি দিয়েছেন। এছাড়াও এরপর তিনি বেশ কিছু গান কভার করেছিলেন। এতে করে তিনি ইতিমধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছেন। ভালোবাসার মান গানটি তার দ্বিতীয় মৌলিক গান।