ডিজিটাল প্লাটফর্মে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিগত কয়েক বছরে ডিজিটাল বা তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসন ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জনসেবাসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে উল্লেখযোগ্য হারে। এরই ধারাবাহিকতায় মানুষের জীবনমানকে আরো সহজ করতে কাজ শুরু করেছে ঘুড়ি এক্সপ্রেস লিমিটেড। ৬ টি বিশেষ সেবা সম্পন্ন সুপার এ্যাপস সুবিধা নিয়ে এগিয়ে চলছে নুরারী ইন্টিরিয়র ও নুরানী রেডিওর একটি সিস্টার কনসার্ন ঘুরি এক্সপ্রেস লিমিটেড। ঘুড়ি রাইড, ঘুড়ি ফুড, ঘুড়ি পার্সেল সার্ভিস, ঘুড়ি টিকেট, ঘুড়ি ট্রাক, ঘুড়ি বাজার এই ছয়টি সেবা সার্ভিস চালু রয়েছে এ্যাপসটিতে। ঘুরি এ্যাপসটি ওপেন করা আছে গুগুল প্লে স্টোরে।