রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
সিদ্ধিরগঞ্জে অগ্রগামী শিপিং লাইনস এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
2020-05-23 16:26:25

করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে নেই কোনো ঈদের আনন্দ।দীর্ঘ লকডাউনে অনেকেরই অর্থ আহরণের সকল পথ বন্ধ।এ অবস্থায় অগ্রগামী শিপিং লাইনস চেয়ারম্যান এর উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ৫০টি অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ।শনিবার (২৩মে)দুপুর ২ টায় সিদ্ধিরগঞ্জ আদমজীনগর সোনামিয়া মার্কেট এলাকায় অগ্রগামী শিপিং লাইনস এর পক্ষ থেকে সেমাই,চিনি,দুধ,নারকেল,লুডুল,ডিম(৩০)টি.মুরগীর মাংস(১ কেজী)পোলার চাল ইত্যাদি ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় অগ্রগামী শিপিং লাইনস চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন,ঈদের আনন্দ সমাজের সকলের কাছে পৌঁছে দিতে হবে।অনেক সময় এই আনন্দ থেকে সমাজের গরীব অসহায়রা বাদ পড়ে যায়।তাদেরকেও এই আনন্দের মধ্যে শামিল করা বিত্তবানসহ সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।এই দায়িত্ব পালনের মাধ্যমে সবার মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।ঈদেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে আনন্দের দ্যুতি ছড়ায় না।ধনী-গরিবের এই বৈষম্য কীভাবে কমানো সম্ভব?তা জানা নেই।কিন্তু চেষ্টা তো করা যায়।আমার মূল উদ্দেশ্যই হলো ঈদের আনন্দ যেন সবার ঘরে ছড়িয়ে পড়ে।যারা খুব অর্থকষ্টে থাকেন তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে,এ প্রচেষ্টার অংশ হিসেবেই এই আয়োজন।
এ সময় ছিলেন,মোহাম্মদ আলী বি.এ.এল.এল.বি,ব্যবস্থাপনা পরিচালক,মোঃআলম পরিচালক ,মোঃইদ্রিস খাঁন পরিচালক,মোঃসফিকুল ইসলাম পরিচালক সহ উপস্থিত ছিলেন