রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এম ইসফাক আহসান
2020-05-23 10:48:23
মমিনুল ইসলাম

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আওয়ামীলী নেতা ও বিশিষ্ট শিল্পপতি মতলব উত্তরের লতরদি গ্রামের কৃতি সন্তান এবং আহসান গ্রুপের পরিচালক এম. ইসফাক আহসান।
 
 
তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের করনে ঈদের আনন্দ সবাই নিজ নিজ অবস্থানে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করতে হবে এবং করোনা ভাইরাস মোকাবেলায় ভয় না পেয়ে সবাইকে সচেতন হতে হবে।    
 
 
তিনি আরও বলেছেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য এক মহাউৎসব। এ মহাউৎসব সকলের মাঝে নতুন এক প্রাণের সঞ্চার করে। ঈদ সাম্য, সম্প্রীতি, আনন্দ আর ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।
 
 
খুশীর এই মাহেন্দ্রক্ষণে দ্বিধা-দ্বন্ধ, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার এবং ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গঠনে একাত্ম হওয়ার আহবান জানান তিনি।   
 
 
এম ইসফাক আহসান বলেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তাই উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগ’কেই বারবার ক্ষমতায় রাখতে হবে। এ জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।