রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
নিলামে মুশফিকের সেই ব্যাটের দাম উঠেছে ৪১ লাখ, ৪১ হাজার ১ টাকা!
2020-05-12 02:48:00
বিশেষ প্রতিনিধি

করোনা ভাইরাসের কারণে সংকটে পড়া অসহায়দের দান করতে নিজের ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছে বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিবুর রহীম। নিলাম শেষ হতে এখনো বাকি দুই দিন। এরই মধ্যে টেস্টে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সেই ব্যাটটির দাম উঠেছে ৪১ লাখ ৪১ হাজার ১ টাকা। অনলাইনে মুশফিকের ব্যাটটি নিলামে তুলেছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইভ। তাদের অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোয় তোলা ওই নিলামে মঙ্গলবার দুপুর ১২টায় এ দাম দেখা যায়।

ছয় লাখ টাকা ভিত্তিমূল্য দিয়ে ৯ মে রাতে নিলামে তোলা হয় ব্যাটটি। নিলাম শেষ হবে ১৪ মে। ২০১৩ সালে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ঠিক ২০০ রানের ইনিংস, যা ছিল দেশের ইতিহাসে টেস্টে প্রথম কোনো ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি স্পর্শ করার নজির।