রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
করোনা-পরীক্ষার-সাময়িক-অনুমতি-চায়-গণস্বাস্থ্য
2020-05-12 11:58:00
বিশেষ প্রতিনিধি

নিজস্ব ল্যাবে উদ্ভাবন করা করোনা পরীক্ষার কিটের সক্ষমতা সনদ পাওয়ার আগে সাময়িক সনদ দেয়ার দাবি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। নিয়ম অনুযায়ি ওই কিটের সক্ষমতা যাচাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ দিন থেকে এই কিট নিয়ে জটিলতা থাকায় সোমবার গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, করোনা র‌্যাপিড  টেস্টিং কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষার জন্য অপেক্ষামান অবস্থায় আছে। এ অবস্থায় তাদের তৈরি কিটে করোনা পরীক্ষার জন্য সরকারের কাছে সায়মিক অনুমতি প্রার্থনা করছেন। সরকার অনুমতি দিয়ে দিনে অন্তত একশো মানুষের বিনা মূল্যে করোনা পরীক্ষা করতে পারবে গণস্বাস্থ্য। তিনি বলেন, আমার যদি এই মুহুর্তে পরীক্ষ শুরু করি তাহলে তারা (সরকার) বলবেন যে ওনারা নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। বিচ্ছিন্নভাবে না করে আরো পরিকল্পিতভাবে করোনা চিকিৎসা দরকার। ডা. জাফরুল্লাহ বলেন, প্রতিদিন ১০ লাখ করোনা কিট তৈরি করতে প্রস্তুতি নেয়ার কাজ করছে গণস্বাস্থ্য।তবে, আনুষ্ঠানিক অনুমতি ছাড়া তা  সম্ভব নয়। গণস্বাস্থ্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, সাময়িক অনুমতি দেয়া হলে যারা করোনা পরীক্ষার জন অন্য রোগের চিকিৎসা পাচ্ছেন না তাদের আমরা টেস্ট করে দিতে পারতাম।