ওয়াসেম আকরাম
বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নিবাহী সংসদের নির্দেশনা মোতাবেক করোনা সংকটের কারণে লোক সমাগমের অভাবে রামু,খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া পালং এর এক কৃষক ওসমান গনি তার ধান কাটতে না পারায় সহযোগিতা করলো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন জুয়েল ও অারো কিছু ছাত্রলীগ কর্মী আয়াত উল্লাহ,জাহাঙ্গীর,মামুন সহ প্রমুখ,,,দেশের পরিস্থিতি দিন দিন খারাপ ও করোনা ঝুকিতে লক ডাউন থাকায় কৃষক পাচ্ছেনা লোক,এমন অবস্থায় দিশেহারার মতো হয়ে পড়েছে গ্রামের কৃষকরা,নিয়মিত পারিশ্রমিক এর তিন গুণ বাড়িয়ে দিতে চাইলে ও কোনো শ্রমিক রাজি হচ্ছে না, এমন লোক সংকটে আগে কখনো পড়েনি বলে জানিয়েছে গোয়ালিয়ার কৃষক ওসমান গণি সহ আরও অনেকে এমতাবস্থায় কৃষকের এই করুন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা মাঠে তাদের সাহায্য করায় তারা ঘরে তুলতে পারতেছে ধান ও শস্য ফসল।
ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাজ করতে থাকে আহসান উদ্দিন জুয়েলের নেতৃত্বে এক দল ছাত্রলীগ কর্মী এবং বাড়িয়ে কিছু শস্য পৌঁছে দিয়ে আসতে সক্ষম হয়। ছাত্রলীগ কর্মী ভাইদের এই সহযোগিতা পেয়ে কৃষক ওসমান গনির আত্মশক্তি ও মনোবল শক্ত হয়ে উঠে,এবং আনন্দের সাথে মিলে মিশে মাঠে দানকাটার কাজ করে।
ছাত্রনেতা আহসান উদ্দিন জুয়েল জানাই একজন অন্য জনের সাথে মাঠে দূরত্ব বজায় রেখে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে, অভিজ্ঞতাও হয়েছে এবং কৃষকে মনের ভাব ও তাদের দুঃখ কষ্ট বুঝতে পারা আসলে খুবই মজার এবং গর্বের বিষয়।আর ও বলেন তারা গ্রামের যেকোনো কৃষকের এমন সংকটময় অবস্থায় মানবতার সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত বলে জানান ছাত্রলীগ নেতাকর্মীরা ।