সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:- সিদ্ধিরগঞ্জে ৩ নং ওয়ার্ড মাদানীনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তাফা ও আলাল এর মাদক ব্যবসা রমরমা।তার মাদক ব্যবসার কারনে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকাবাসী।আর আংতকে আছে মাদানীনগরের এলাকাবাসী।তার মাদক ব্যবসায় বাধা দিলে প্রান-নাশের হুমকি দেয়,অকাথ্য ভাষায় গালমন্দ করে।এলাকার সাধারন মানুষকে অহেতুক কারনে বিভিন্ন ভাবে ভয়-ভিতি করে থাকে মাদক ব্যবসায়ী মোস্তফা ও আলাল।সানারপাড়,নয়া আটি,মেীচাক,নিমাই কাশারী,মাদানীনগর সহ এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে,এলাকার যুব সমাজ কে ধ্বংসের পায়তারা করছে মোস্তাফা ও আলাল।এলাকাবাসীর আভিযোগ করেন মাদক ব্যবসায়ী মোস্তাফা ও আলালদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তাফা ও তার মাদক ব্যবসার আন্যতম সহযোগী আলাল তারা একাধিক মামলার আসামি,তাদের বিরুদ্ধে এখনো বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায়।মোস্তাফা ও আলাল কিশোর গ্যাংয়ের প্রধান এবং মূল হোতা হিসাবে বিভিন্ন এলাকায় গিয়ে কিশোরদের দিয়ে মাদক সহ আপরাধ মূলক কর্মকান্ড কাজ করায়।মাদক ব্যবসায়ী মোস্তাফা ও আলাল রাতের আন্ধকারে ৩নং ওয়ার্ডের ভিবিন্ন গলিতে এলাকার সাধারন পথচারীদের অহেতুক হয়রানি মূলক কর্মকান্ড করে।আবার ক্যানেল পাড়ে গার্মেন্টসের মেয়েদের আটকে রেখে তাদের কাছ থেকে টাকা মোবাইল প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।এলাকাবাসীর দাবী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের মূল হোতা,ছিনতাই কারীর,চোরের প্রধান মোস্তাফা ও আলাল কে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হউক।