রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী সাহেব আলীর অতিষ্ঠে এলাকাবাসী
2020-03-23 22:08:40
হাজীগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:-
 
সিদ্ধিরগঞ্জে ৪ নং ওয়ার্ড আটি ওয়াপদা কলোনীর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহেব আলীর অতিষ্ঠ এলাকাবাসী।এলাকায় মাদক ব্যবসায় বাধা দিলে স্থানীয় এক যুবকে ছুরি মেরে আহত করে।এতে ওই যুবক গুরুতর আহত হয়।গত রবিবার(২২ মার্চ)দুপুরে আটি ওয়াপদা কলোনী এলাকায় মনিরের উপরে হামলা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহেব আলী।আটি গ্রাম,হাউজিং,আজিবপুর রেললাইন,ওয়াপদা কলোনী এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে,এলাকার যুক সমাজ কে ধ্বংসের পায়তারা করছে।
 
এলাকাবাসীর আভিযোগ করেন মাদক ব্যবসায়ী সাহেব আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহেব আলি কিশোর গ্যাংয়ের প্রধান এবং মূল হোতা হিসাবে ভিবিন্ন এলাকায় গিয়ে কিশোরদের দিয়ে মাদক সহ আপরাধ মূলক কর্মকান্ড কাজ করায়।গত কয়েক মাস আগে স্থানীয় এক যুবক তার মাদক ব্যবসায় বাধা দিলে তাকে নদীর পাড়ে নিয়ে যায় এবং তার গলায় চাকু ধরে,একই এলাকার আরেক যুবক তার মাদক ব্যবসায় বাধা দিলে তাকে রড দিয়ে মাথা ফাটিয়ে দেয়।মাদক ব্যবসায়ী সাহেব আলি রাতের আন্ধকারে ৪নং ওয়ার্ডের ভিবিন্ন গলিতে এলাকার সাধারন পথচারীদের অহেতুক হয়রানি মূলক কর্মকান্ড করে।আবার নদীর পাড়ে গার্মেন্টসের মেয়েদের আটকে রেখে তাদের কাছ থেকে টাকা মোবাইল প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।এলাকাবাসীর দাবী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের মূল হোতা,ছিনতাই কারীর,চোরের প্রধান সাহেব আলী কে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হওক।