ইনজুরি থেকে ফিরে প্যারিস সেন্ট জার্মেইনের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন নেইমার। এবার ব্রাজিল সমর্থকরাও পেলেন সুসংবাদ। বিশ্বকাপ বাছাইয়ের দলে ফিরেছেন এই তারকা ফরোয়ার্ড। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক আলিসন বেকার। ২৪ সদস্যের দলে নতুন মুখ অলিম্পিক লিঁওর মিডফিল্ডার ব্রুনো গিমারেস। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া ও পেরু।
ইনজুরির কারণে গত নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা হয়নি নেইমারের। লিভারপুলের হয়ে অনুশীলনের সময় চোট পাওয়ায় বিশ্বকাপ বাছাইয়ের শুরুর দুই ম্যাচে দলের সেরা গোলরক্ষক আলিসনকে ছাড়াই মাঠে নামবে সেলেসাওরা।
আগামী ২৮ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করবে ব্রাজিল। চারদিন পর ১লা এপ্রিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যাবে পেরুর মাঠে খেলতে।
ব্রাজিল দল:
গোলকিপার: ওয়েভারতন, এদেরসন, ইভান।
ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, রেনান লোদি, আলেক্স সান্দ্রো, মারকুইনোস, ফিলিপে, এদের মিলেতাও, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফিলিপে কৌতিনিয়ো, এভারতন রিবেইরো, ফাবিনিয়ো।
ফরোয়ার্ড: নেইমার, গাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, এভারতন, রিচার্লিসন, ব্রুনো হেনরিক।।