ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে রোমাঞ্চকর জয় পেয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শাই হোপের সেঞ্চুরিতে ২৮৯ রান করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা।
কলম্বোতে আজ ২৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিমুথ করুণারত্নে (৫২ রান) ও অভিষ্কা ফার্নান্দোর (৫০ রান) ১১১ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ২৫৩ রানে ৭ উইকেট হারিয়ে বসলে জয় হাতছাড়া হতে থাকে তাদের। সেখান থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গার দৃঢ়তায় ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। আটে নেমে ৩৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান হাসারাঙ্গা। এছাড়া কুশল পেরেরা ৪২ ও থিসারা পেরেরার ব্যাট থেকে আসে ৩২ রান।৪২ রান খরচায় ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার আলজারি জোসেফ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার শাই হোপের (১৪০ বলে ১১৫ রান) শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজ ৪১ রান করেন। আটে নেমে ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন কিমো পল। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন ইসুরু উদানা।
দু’দলের দ্বিতীয় ওয়ানডে ২৬ ফেব্রুয়ারি।