রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
খবর
হঠাৎ অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী
2019-06-10 22:58:43
বিশেষ প্রতিনিধি

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানকারী এ নেতা রোববার রাতে অসুস্থ হয়ে পড়েন। সেখানে চিকিৎসক ডেকে তাকে স্যালাইন দেয়া হয়। বিএনপির স্থাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, রোববার রাতে হঠাৎ করে কয়েক বার বমি করেন রিজভী আহমেদ। রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাকে দেখে যান। বর্তমানে সিনিয়র চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন। এখন তার স্যালাইন চলছে।উল্লেখ্য, এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে রাজশাহীতে পেটে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী। পরে তিনি একবার মারাত্মক সড়ক দূর্ঘটনায়ও পড়েছিলেন। পেটে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করেন। সেই সঙ্গে তার শারীরিক জটিলতার কারণে প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন