গোলাম নবী খোকনঃ
গত ৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিনিটের সময় এমভি রাসেল লঞ্চ কাল বৈশাখী ঝড়ের কবল থেকে রক্ষা পেল। লঞ্চে থাকা এক যাত্রী টেলিফোনে সাংবাদিকদের জানান, এমভি রাসেল লঞ্চ টি গত ৪ এপ্রিল চাঁদপুর থেকে ছেড়ে নারায়নগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হয়। বিকাল সাড়ে চার টায় চাঁদপুর থেকে ছেড়ে মতলব উত্তর আমিরাবাদ ঘাটে ৫ টার সময় ভিড়ে। এখান থেকে যাত্রী নিয়ে মহনপুর, ষাটনল টাস করে গজারিয়া নামক স্হানেই কাল বৈশাখী ঝড় শুরু হয়। লঞ্চে ছিল প্রচুর যাত্রী। যাত্রীদের চিৎকার আর চেচামেচি ঐ সময় ঝড়ের চেয়েও উত্তাল। তারপর লঞ্চের চুকানী লঞ্চ সামনের দিকে এগুতে না পেরে আবার পেছনের দিকে চলে এসে মেঘনা যাওয়ার আরেটি পথে ডুকে পড়লে লঞ্চটি রক্ষা পায়। তারপর লঞ্চটি ধীরে ধীরে মেঘনা ব্রীজের কাছে যাত্রী নামিয়ে দেয় বলে জানান নারায়ণগঞ্জের এক যাত্রী। তিনি মঠো ফোনে এমনটাই বলছিলেন আল্লাহর অশেষ মেহের বানির কারনে আমরা সকল যাত্রী বেচে আছি।