চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে, লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও মুখে মাস্ক পরিধান না করায়,উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) কমিশনার একি মিত্র চাকমা মোবাইল কোর্ট এর মাধ্যমে করোনা পার্দুভাব হওয়ায়, নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিদর্শনে এসে, বাজারের ১০ব্যবসায়ী ও মুখে মাস্ক না থাকা লোকদের ও কয়েকজনকে ৫০০ থেকে ৩০০টাকা করে জরিমানা করেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন ভূইয়া হিরা,সাধারণ সম্পাদক সেলিম বেপারী ও মিন্নত আলী তালুকদার উপস্হিত ছিলেন।
পরে ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধারণ জনগণকে সতর্ক করে বলেন,আপনারা অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না,মনে রাখবেন অযাথা ঘর থেকে বাহির হয়ে,ঘোরাফেরা করে,আপনার পরিবারকে ঝুঁকিতে ফেলবেননা, নিজে সতর্ক হউন,অন্যকে ও নিরাপদে রাখুন।
রাজিব সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করেছেন মোঃহারুনুর রশিদ-কচুয়া প্রতিনিধিঃ